আলোর ফেরিওয়ালা, ৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ।
------------------------------------
ভ্যানে বিদ্যুৎ সংযোগের সরঞ্জাম নিয়ে বাড়িতে বাড়িতে হাজির হচ্ছেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা। গ্রাহকের আবেদন পাওয়া মাত্র ফি নিয়ে দেওয়া হচ্ছে সংযোগ। ভ্যানগাড়িতে আছে মিটার, বিদ্যুতের তারসহ অন্যান্য সরঞ্জাম। আছেন দু'জন লাইনম্যান ও একজন ওয়্যারিং পরিদর্শক। প্রতিদিন সকাল থেকে গ্রামে গ্রামে ঘুরছেন তারা। গ্রাহক বিদ্যুৎ নিতে চাইলে মাত্র পাঁচ মিনিটেই পেয়ে যাবেন সংযোগ। কোন হয়রানি নেই, দিতে হবে না কোন বাড়তি অর্থ। ব্যতিক্রমী এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘আলোর ফেরিওয়ালা’।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম এর সফল নেতৃত্বে নারায়ণগঞ্জ পবিস-২ এর আওতাভুক্ত সকল উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে ভ্যান। যারা নতুন সংযোগ নিতে আগ্রহী, তাদের ওয়ারিং থাকলে সদস্য ফি বাবদ ভ্যাটসহ ১১৫ টাকা আর জামানত হিসেবে ৪০০ টাকা (বাণিজ্যিক হলে ৮০০) জমা দিতে হচ্ছে। উক্ত কার্যক্রম নারায়ণগঞ্জ পবিস-২ এর আওতাভুক্ত সকল উপজেলায় সব বাড়িতে শতভাগ বিদ্যুৎ সংযোগ না পৌঁছানো পর্যন্ত চলবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস