Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ড্রী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

গ্রামীন সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে “লাভ নয় লোকসান নয়” নীতিমালার ভিত্তিতে গঠিত নারায়নগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি উন্নত গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে বিভাজিত হয়ে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ (তারাবো পৌরসভা ব্যতিত) ও আড়াইহাজার উপজেলা দুটি নিয়ে ২৭/০৫/২০১৫ খ্রিঃ এ প্রতিষ্ঠিত হয়েছে নারায়নগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২। শুরু থেকে অত্র পবিস ভোৗগলিক এলাকায় ডিসেম্বর ২০২৪ খ্রিঃ পর্যন্ত ৩০০৭ কিঃমিঃ বৈদ্যুতিক লাইন নির্মাণের মাধ্যমে ২,৯৭,৪৬৬ জন গ্রাহক সংযোগ সুবিধা সৃষ্টি করে আবাসিক ২,৬৯,৮৮৮ টি; বাণিজ্যিক ১৩,৩৪৫ টি; বৃহৎ, মাঝারী ও ক্ষুদ্র শিল্প- ৮,০৫১ টি, সেচ- ১,৭৫৪টি, অন্যান্য- ৯১৬ টি সহ সর্বমোট ২,৯৭,৪৬৬টি সংযোগ প্রদান করেছে।  

ইতমধ্যে অত্র পবিসের আওতাধীন সকল এলাকায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। উন্নত গ্রাহক সেবা প্রদানে অত্র সমিতি সর্বদা বদ্ধ পরিকর।