Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ড্রী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জন

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অর্জন 

বিবরণ

১৯৭৮ হতে ২০০৮ পর্যন্ত (৩০ বছর)

২০০৯ হতে ২০১৯ পর্যন্ত (১১ বছর) অর্জন

মোট

গ্রাহক সংযোগ

৮৫৫৭৩

১,৪৯,৪৩৯

২,৩৫,০১২

বিদ্যৎ সুবিধাভোগী

৫০%

৫০%

১০০%

বিদ্যৎ গ্রহনের ক্ষমতা (মেঃওঃ)

৮০%

১৭০

২৫০

সিস্টেম লস

১৩.৫০%

৪.৮৩%

৮.৬৭% হ্রাস

বিতরণ লাইন (কিঃ মিঃ)

১৩৫৬

১৩৬৮

২৭২৪

মাসিক বিক্রয় (কোটি টাকায়)

১০

৬২

৫২ বৃদ্ধি